এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 14 আগষ্ট 2015 22:17

অনাদৃতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                কেমন করে পারলে এতো অনাদৃতা?
আড়াল থেকে ঢালতে বুকে প্রমত্ততা।।

তোমার হাতে হাত রেখে তো একটা বারও
হয়নি হাটা টি এস সি বা ফুলার রোডে,
তবুও আমায় এত্তো কেনো বুঝতে পারো?
মৌমাছি মন বুঝে যেমন ফুলরা ফোঁটে।।

কেমন করে পারলে এতো অনাদৃতা?
মুখ না খুলেও করতে দখল মন ও মাথা!! 

হয়নি মিলন দোহার চোখের পলের তরে
তবুও কেনো রইলো নাকো গুপ্ত কিছু?
কবিত্ব  মোর তোমার পায়েই পড়ছে ঝরে
যেমনিভাবে বৃষ্টি নাবে পৃথ্বী  পিছু।

কেমন করে পারলে এতো অনাদৃতা??
লুকিয়ে থেকে শিরায় দিতে অবুঝ ব্যথা!! 

কাউকে তো কেউ চিনবোনাকো সামনে পেলে,
তবুও কেনো মাতাল হলেম আবেগ মদে?
একোন তৃষ্ণা,  অসুখ আমায় খাচ্ছে গিলে?
যেই অসুখে চন্দ্র দেখে সিন্ধু কাঁদে।।

কেমন করে পারলে এতো অনাদৃতা??
কেবল কথায় স্বপ্নে দিতে সঞ্জীবতা!!

কোন জনমের সূত্রবলে আমায় চিনো?
যে যুক্তিতে বিলীন চেতন তোমার মাঝে,
হৃদয় দেবী, তুমিও কি গো প্রহর গুণো?
ঠিক জানিনা, তবুও ছুটি তোমার খোঁজে।

কেমন করে পারলে এতো অনাদৃতা?
আজ দু'চোখে তোমায় ছাড়া সব অযথা।।            
            
693 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

4 মন্তব্য