ময়েজ উদ্দীন ভৈরবী

ময়েজ উদ্দীন ভৈরবী

ময়েজ উদ্দীন ভৈরবী মেহেরপুর জেলার সদর উপজেলার গোভীপুর গ্রামে ১৯৭৭ খ্রীস্টাব্দের ১লা জানুয়ারিতে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আফেল উদ্দীন মোল্লা এবং মাতা কারিমা খাতুন । ১০ ভাই-বোন'র মধ্যে তিনি সকলের ছোট। শৈশবকাল থেকে লেখালিখির হাতেখড়ি। তিনি বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত। তাঁর লেখা কবিতা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর কবিতা এনে দিয়েছে বিভিন্ন সংগঠন থেকে গুণীজন সম্মাননা। তিনি সমাজে অনেক সেবামূলক কাজ করে যাচ্ছেন।কবির চমকপ্রদ কবিতা জয় করে নিয়েছে অসংখ্য পাঠক হৃদয়।