কবিতা

কবিতা (2500)

মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 09:26

সব পারো

লিখেছেন
পা
ছুঁয়ে
ছালাম
অবিরত
মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী 2015 01:25

কিছু কথা আজো বাকি

লিখেছেন
তোমাকে বলেছি অনেক কথা
তবুও বলার আছে কিছু বাকি।
তুমি কি শুনবে আমার কথা ?
কত করে
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 22:09

হ্যালুসিনেশন

লিখেছেন
মোহ নেমে আসে ঘোর
তৈরী হয় ইলুশন,
কোথাও দাঁড়িয়ে দেখি
বিশাল এক দৈত্য
মায়াবী হ্য
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 21:03

ডাকছে মোরে

লিখেছেন
কে যেন মোরে নাম ধরে ডাকে
   আয়রে বন্ধু আয় ,
একবার নয় ; শতবার নয়
   বেলায় অবেলায় ।।
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 11:40

অন্তমিল

লিখেছেন
তোমার মতো 
আমার ভালে
একই কালো তিল,
 
তোমার সাথে
আমার আছে
কোথাও যেন মিল।
 <
সোমবার, 23 ফেব্রুয়ারী 2015 00:10

কি হবে কেঁদে

লিখেছেন

শোন বলি শোন কি লাভ হবে আর কেঁদে
আমার যাওয়ার সময় হয়েছে
পারবে কি আর রাখতে বেধে?

রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 16:43

আমি ভাষা বিপ্লবী বলছি

লিখেছেন
আমি ভাষা বিপ্লবী বলছি-
হ্যাঁ, আমিই সেদিন নেমেছিনু পথে
বাঁচবার তাগিদ- প্রাণের প্র
রবিবার, 22 ফেব্রুয়ারী 2015 16:58

গড়ে তোল ঐক্যমত

লিখেছেন
দ্বৈরথ কোন পথ
বহু দল বহু মত
যত পথ তত মত
বসে দাও মতামত।

হও যদি দেশ দরদী
পার
পাতা 201 এর 209