
কবিতা (2500)
তোমাকে বলেছি অনেক কথা
তবুও বলার আছে কিছু বাকি।
তুমি কি শুনবে আমার কথা ?
কত করে
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ
মোহ নেমে আসে ঘোর
তৈরী হয় ইলুশন,
কোথাও দাঁড়িয়ে দেখি
বিশাল এক দৈত্য
মায়াবী হ্য
প্রকাশিত বিভাগ কবিতা
কে যেন মোরে নাম ধরে ডাকে
আয়রে বন্ধু আয় ,
একবার নয় ; শতবার নয়
বেলায় অবেলায় ।।
প্রকাশিত বিভাগ কবিতা
তোমার মতো
আমার ভালে
একই কালো তিল,
তোমার সাথে
আমার আছে
কোথাও যেন মিল।
<
প্রকাশিত বিভাগ কবিতা
শোন বলি শোন কি লাভ হবে আর কেঁদে
আমার যাওয়ার সময় হয়েছে
পারবে কি আর রাখতে বেধে?
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ
আমি ভাষা বিপ্লবী বলছি-
হ্যাঁ, আমিই সেদিন নেমেছিনু পথে
বাঁচবার তাগিদ- প্রাণের প্র
প্রকাশিত বিভাগ কবিতা
দ্বৈরথ কোন পথ
বহু দল বহু মত
যত পথ তত মত
বসে দাও মতামত।
হও যদি দেশ দরদী
পার
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ
আরো...
ঊনিশ শো,বায়ান্ন সাল,
পাকিস্তানি এক মনুর
মোহাম্মদ আলি জিন্না বলে উঠলো
"ঊর্দ
প্রকাশিত বিভাগ কবিতা
মৃধু বাতাস বইছে হালকা শীতের আমেজ,
গায়ের মোড়ানো চাদরটাকে ভাল করে আটকিয়ে নিলাম।
র
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ
প্রকাশিত বিভাগ কবিতা
লেখার ধরণ
মানুষে মানুষে হিংসা বিদ্বেষ মানুষের মাঝেই অহংকার,
মানবতার অজুহাতে বিরাজ করে নেই
প্রকাশিত বিভাগ কবিতা
পাতা 201 এর 209