জামাল বিন ইউনূস

জামাল বিন ইউনূস

জামাল বিন ইউনূস সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব (বালুহাটা) গ্রামে ৭ ডিসেম্বর ১৯৮২ সনে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ইউনূস আলী, মাতা জামফুল বেগম। চার ভাই এক বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি দাওরাতুল হাদিস (মাস্টার্স সমমান) ও আরবি সাহিত্যের উচ্চতর ক্লাস দাওরাতুল হক আদর্শ বহুমুখী মাদরাসা, শহরদিঘী, বগুড়া। লেখালেখির চর্চা ছাত্রজীবন থেকেই। প্রকাশিত গ্রন্থ (সম্মাদনা) ওলি হওয়ার পাথেয়। প্রকাশের পথে 'শান্তি দুঃখের শেষে ও মুক্তির সহজ উপায়'। সাবেক শিক্ষক আল-মাদরসাতুল ইসলামিয়া বাহরুল উলুম (সীমাবাড়ী), সীমাবাড়ী, শেরপুর, বগুড়া।