এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 20 জানুয়ারী 2017 09:53

আজ জুম্মারদিন।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ♥আজ জুম্মারদিন।♥


আজ জুম্মারদিন,
চল মসজিদে মুসলিম।
সবাই মিলে পড়ি নামাজ-
পাব খোদারি সন্ধান।

কাব ইবনে লোয়াই আজকের এদিনে,
সবাইকে ডেকে বললেন শুন মনেপ্রাণে।
এই ধরণীতে আসবেন নবী মুহাম্মদ,
পাও যদি কেহ তাঁরি দেখা-
তাঁহার উপর আনিও ঈমান।

এই দিনেরি নাম যেছিল কুৎসিত উপাধি,
দেবদেবীর পূজা করত আরো ইত্যাদি।
আঁধার কেটে শুনল সবাই মুক্তি'র বাণী,
প্রিয়নবীর প্রেমে সিক্ত উপস্থিত সকল-
সেদিন হতে নামযে হল আজ জুম্মারদিন।

ধরণীতে এসে নবী বলিলেন আজ,
এইদিন যে হল গরীবেরি হজ্ব।
তাইতো দলেদলে মুসলিম যায় মসজিদে,
নেইযে কোন ভেদাভেদ বাদশাহও ফকির-
ঈদগাহে মোরা সকলে সমান।            
            
812 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা