বুধবার, 20 মে 2015 17:03

আত্মার প্রেম-৪

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                দৃশ্য-০৮। রাত। হসপিটালের অফিস রুম। 
(নার্স এসে দেখে ডাক্তার আইরিন অজ্ঞান অবস্থায় অফিস রুমের মেঝেতে পড়ে আছে।) 

নার্সঃ (ব্যস্ত হয়ে) কি হয়েছে ম্যাডাম? আপনি এখানে পড়ে আছেন কেন? ওফ্‌ শিট! এতো দেখছি হাত-পা সব ঠান্ডা বরফ হয়ে গেছে। (নার্স ধরাধরি করে বেডের উপর শোয়ায় এবং চোখে মুখে পানি দেয় অবশেষে ডাক্তার আইরিনের জ্ঞান ফিরে আসে।)

ডাক্তারঃ নার্স আমি কোথায়? 

নার্সঃ আপনি হসপিটালে।

ডাক্তারঃ হসপিটালে কে এসেছিল? 

নার্সঃ কই কেউ ‘তো আসে নি। 

ডাক্তারঃ সাথী এসেছিল।

নার্সঃ সাথী, কোন সাথী?

ডাক্তারঃ ওফ্‌ তুমি বড্ড বেশী কথা বল। দেখ তো বারান্দায় সাথী দাঁড়িয়ে আছে কি না? 

নার্সঃ সাথী কে? আমি তো সাথীকে চিনি না ম্যাডাম। 

ডাক্তারঃ (ক্ষিপ্ত হয়ে) সাথী! ভূত। দেখো সাদা কাপড় পড়ে করিডোরে দাঁড়িয়ে আছে।

নার্সঃ (ভয়ে ভয়ে) সাদা কাপড় পড়ে দাঁড়িয়ে আছে! (করিডোরের দিকে ভয়ে ভয়ে এগিয়ে যায়। এ সময় ভূতুরে পরিবেশের সৃষ্টি হয় এবং একটা ঝটকা বাতাসে তার গায়ের কাপড় ও মাথার চুল এলোমেলো হয়ে যায়।) কে ওখানে, কে? (সামনের দিকে এগিয়ে যায়)।

ছায়ামূর্তিঃ আমি রক্ত পিপাসু। আমি রক্ত খাব। আমি সবুজের সাথী। (অট্টহাসি দিয়ে)। হা--হা--হি--হি (মিলিয়ে যায়। নার্স হেলুসিনেশনে ভোগে এবং পরবর্তীতে অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে যায়।)

ফ্ল্যাশ ফরোয়ার্ড
দৃশ্য-০৯। দিন। সবুজের বেড। 
(ছায়ামূর্তি অপূর্ব রূপবতী সাথীর রূপ ধারণ করে হাতে রক্তের প্লেট নিয়ে সবুজের বেডের কাছে আসে।)
ছায়ামূর্তিঃ (মিষ্টি স্বরে) সবুজ। এই সবুজ। ওঠ। তোমার খাবার সময় হয়েছে? খেয়ে নাও। দেখ আমি তোমার জন্য কত মজাদার খাবার নিয়ে এসেছি।

সবুজঃ (সবুজ ঘুম থেকে ওঠে) সাথী তুমি এখানে কেন?

ছায়ামূর্তিঃ ওমা, আমি আসব না। তুমি অসুস'্য, আমি তোমার সেবা শুশ্রুষা করব না? নাও খেয়ে নাও। (রক্তের প্লেটটা সবুজের সামনে ধরে)।

সবুজঃ এ কি, আমি রক্ত খাব? 

ছায়ামূর্তিঃ হ্যাঁ, তুমি রক্ত খাবে। এটাই তোমার সঠিক খাবার। তোমার শরীরে রক্ত কম।

সবুজঃ না, আমি রক্ত খাব না।  

ছায়ামূর্তিঃ কেন রক্ত খাবে না। রক্ত যে তোমাকে খেতেই হবে। 

সবুজঃ বলছি ‘ত আমি রক্ত খাব না। আমি কি হিংস্র জানোয়ার আমি রক্ত খাব?

ছায়ামূর্তিঃ তুমি হিংস্র জানোয়ার না, তুমি সাথীর সবুজ। এই সাথী যদি রক্ত খেতে পারে, তুমি রক্ত খাবে না কেন? তুমি কি সাথীকে ভালবাস না?

সবুজঃ না, আমি তোমাকে ভালবাসি না। 

ছায়ামূর্তিঃ কেন তুমি আমাকে ভালবাস না? তুমি যা চাও আমি তাই দেব। তবুও তোমার আমাকে ভালবাসতে হবে।

সবুজঃ তুমি মরে ভূত হয়ে গেছো। তোমার মত ভূতকে আমি কেন ভালবাসব। 

ছায়ামূর্তিঃ (হাসতে হাসতে) তুমিও মরে আমার মত ভূত হয়ে যাও। 

সবুজঃ না---না---, আমি মরব না। আমি ভূতও হব না। তুমি এখান থেকে চলে যাও। (অট্টহাসি দিয়ে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়, সবুজের ঘুম ভেঙ্গে যায়)।            
            
1071 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug বৃহষ্পতিবার, 23 নভেম্বর 2023 04:06 লিখেছেন exellamug

    rhinocort pharmacie gug Apple is at the centre of a new worker rights storm, after US based watchdog China Labor Watch CLW released a report alleging a range of violations had taken place at the factories of one of its key supply chain partners, the Pegatron Group receptfritt viagra

  • মন্তব্যের লিঙ্ক WwKCuqSUi মঙ্গলবার, 04 জুলাই 2023 17:36 লিখেছেন WwKCuqSUi

    viagra boys shrimp shack Bisantrene Solubility and Skin Toxicity Studies Effect of Sodium Bicarbonate as a Local Ulceration Antidote, Invest

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.