শুক্রবার, 29 মে 2015 06:50

অসত্য বলছি না।ঘটনা-২

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কবিতা অথবা ছড়া লিখতে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করলেও গল্প লেখার দুঃসাহস কোনোদিনই আমার হয়নি,আজও তা দেখাতে যাচ্ছি না। কিন্তুু চোখের উপর ঘটে যাওয়া কিছু ঘটনা কখনো কখনো এমনভাবে হৃদয়ে নাড়া দিয়ে যায় যা ভোলা যায় না।এমনই একটি ঘটনা ছিলো গতকাল বিকেলে।প্রধান শিক্ষদের লিডারশিপ প্রশিক্ষণ চলছিল।হঠাৎ ২৪/২৫বছর বয়সের একজন অকর্মক্ষম শীর্ণকায় চেহারার যুবক পাশের জানালা দিয়ে একজন শিক্ষিকাকে হাত ইশারায় ক্ষীণ কন্ঠে ডাকছিলো, আন্টি,খুব ক্ষিদে পেয়েছে। কিছু টাকা দিবেন?সে রুঢ়কন্ঠে তাকে তাড়িয়ে দিলেন আর বললেন,এই ব্যাটা,খাওয়ার কথা বলে টাকা নিয়ে নেশা করিস,যা এখান থেকে দূর 'হ'।আমি তাকে হয়তো যৎসামান্ন সহযোগিতা করার জন্য বাহিরে গিয়েই দেখি সে চলে গেছে।তারপর আমি ঐ শিক্ষিকাকে জিজ্ঞেস করি যে সে ছেলেটিকে চেনেন কি না? শিক্ষিকা বললেন, হ্যাঁ,সে তাকে চিনেন।লোকটির বাবা একজন উচ্চপদস্থ ব্যাংকার ছিলেন।ঐ ছেলেটির নাম মানিক ওর বড় ভাইয়ের নাম রতন।ওরা যখন ৬ষ্ট ও ৭ম শ্রেণির ছাত্র তখন তাদের মা অন্য লোকের সাথে পরকীয়া প্রেম করে তাদের ছেড়ে পালিয়ে যায়।তখন তাদের বাবা এ খবর পেয়ে তাৎক্ষণিক স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে বাবার রেখে যাওয়া সম্পদ ইচ্ছেমত ব্যয় করতে থাকে এ দুভাই এবং কু-সংস্পর্শে এসে নেশাগ্রস্থ হয়ে পড়ে।তারপর থেকে তারা দুইভাই সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ে।এখন তারা নেশার টাকা জোগাড় জন্য চুরি থেকে শুরু করে সব কাজ করে।এলাকার সব লোক তাদের ঘৃণা করে এবং ভয় পায়।এই করুণ পরিনতির কথা জানার পর ঐ বেলাটুকু আর স্বস্তি পাচ্ছিলাম না।রাত্রিতে যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন বার বার মনে হচ্ছিলো "সেই অসহায় ক্ষুদার্ত ছেলেটি খেয়েছে তো?
নাকি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?            
            
825 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.