সোমবার, 01 জুন 2015 16:31

আত্মার প্রেম-৬

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ফ্ল্যাশ ইন।
দৃশ্য-১০। রাত। সবুজের রুম। 
(সবুজ বেড হতে পড়ে যায়। সেই সাথে ঘুম ভেঙ্গে যায়। সিস্টার সিস্টার বলে চিৎকার করে।)

সবুজঃ সিস্টার, সিস্টার, আপনি কোথায়? আমার জন্য পানি নিয়ে আসুন। (অসি'র হয়ে ওঠে) ডাক্তার নার্স এরা সবাই ডাইনী, সবাই আমাকে মেরে ফেলতে চায়, কিন' আমি মরব না, আমি কখনই মরব না---।

দৃশ্য-১১। রাত। হসপিটালের করিডোর। 
(সবুজের চিৎকারে ডাক্তার আইরিনের জ্ঞান ফিরে আসে। ডাক্তার আইরিন সিস্টার সিস্টার বলে করিডোরের দিকে এগিয়ে যায়।) 

ডাক্তারঃ সিস্টার! সিস্টার!! এ কি? কি হয়েছে তোমার? (ধরাধরি করে ডাক্তার নার্সকে সবুজের রুমে নিয়ে যায়।) 

সবুজঃ কি হয়েছে উনার? 

ডাক্তারঃ জানি না কি হয়েছে? পানির বোতলটা আমার কাছে দেন।

সবুজঃ বোতলে পানি নেই।

ডাক্তারঃ আপনাকে বলছি না, পানি কম করে খাবেন। আপনি আমার কথা শুনতে চান না কেন? ডাক্তার কে, আমি না আপনি? 

সবুজঃ আপনি। 
(ডাক্তার বক বক করতে করতে অন্য রুম থেকে পানি নিয়ে আসে এবং নার্সের চোখে মুখে পানি দেয়ার পূর্বেই নার্স জ্ঞান ফিরে পায়। অপলক দৃষ্টিতে ডাক্তার আইরিনের দিকে তাকিয়ে থাকে। নিচু গলায় মিন মিন করে বলে)। 

নার্সঃ ম্যাডাম, কে জানি আমার সাথে কথা বলল। 

ডাক্তারঃ কেউ তোমার সাথে কথা বলে নি। তুমি রেষ্ট নাও। সব ঠিক হয়ে যাবে।

নার্সঃ আমি এখানে রেষ্ট নিব না। আমি আমার রুমে চলে যাব।

ডাক্তারঃ চল তোমাকে তোমার রুমে দিয়ে আসি (দু’জন রুম থেকে বের হয়ে যায়, সবুজ হা করে তাকিয়ে থাকে)।            
            
778 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক frwXuDWaK শুক্রবার, 07 জুলাই 2023 18:32 লিখেছেন frwXuDWaK

    discreet cialis meds The most common individual drugs used by participants were tricyclic antidepressants doxepin, Silenor, Prudoxin, and Zonalon, first generation antihistamines chlorpheniramine, Chlor Tabs, Aller Chlor, Teldrin, and Chlor Trimeton, and bladder control medications oxybutynin Ditropan, Gelnique, and Oxytrol

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.