এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 08 জুন 2015 23:24

একটি বেওয়ারিশ প্রেমপত্র (পত্র-২) নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                আমার প্রিয় শব্দগুলোর শপথ। শপথ হৃদয় নিঙড়ানো পবিত্রতম ছন্দের। তোমার যা খুশি ভেবে নিতে পারো। সফেন সিন্ধুর মতো প্রেমোদ্দাম বুকটা কখনো তোমার কাছে তুলে ধরবো না। কখনো মাঝরাতে আমার জন্য ফোন বেজে  উঠবেনা তোমার। ফুলার রোড বা টি.এস.সি-তেও বসতে বলবোনা পাশে।হয়তো জানবেই না কোন এক অখ্যাত কবি ও তোমার জন্য তার প্রেমার্ত মনের আকুতি। অথচ তুমি যদি জুলিয়েট হতে রোমিওকে আমাতে ছাড়া আর কোথাও খুঁজে পেতেন না শেক্সপিয়র। তোমাকে পদ্মাবতী ভাবলে আমাকেই রত্নসেন ভাবতে হতো আলাওলকে। 
হ্যাঁ, তোমার জন্য সমর্পিত আমি। প্রতিটি রাতের ঘুম বিক্রি করে তোমার জন্য রচনা করি অন্তহীন মহাকাব্য। তোমার মুখের কথা ভেবেই অবজ্ঞা করি সৃষ্টির বাকি সৌন্দর্য্যকে।
একটা কথা বলবে? তুমি কি বিন্দুমাত্র অনুরিত হও আমায় ভেবে? 
তবে, সেকথা বাক্সবন্দী করে রেখোনা মনের কোণে। অসঙ্কোচে বলে দিও নীরব আকাশ, নিশ্চল পাহাড়, উচ্ছল নদী বা বাতাসের কানে। আমি পৃথিবীর অন্যপ্রান্তে থাকলেও স্পষ্ট শুনে নেবো। 
আমার ভালোবাসা হয়তো বোবা হতে পারে, কিন্তু বধির নয়। 
ইতি 
তোমার নিয়ন্ত্রণাধীন
 স্বপ্নরাজ্য            
            
1082 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

1 মন্তব্য