এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 25 জুন 2015 23:25

হানেমানের অর্গাননের সহজ পাঠ-৩(ক)

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হানেমানের অর্গাননের সহজ পাঠ -৩(ক)
ডাঃ কে এম আলাউদ্দীন

প্রকৃত চিকিৎসকের গুন, জ্ঞান ও বৈশিষ্ট্য সমূহ
 (অনুচ্ছেদ: ৩-৪)

 অর্গানের ৩নং অনুচ্ছেদ আলোচনা করার ইচ্ছা নিয়ে বসেছি, এমন সময় মনে হল,  ঐ অনুচ্ছেদে কি কি আছে তা একটু নতুন ভাবে পড়ে ভেবে দেখার চেষ্টা করি। পুরোটা পড়ার পর মনে আর একটি প্রশ্নের  উদয় হলো; এখন ভাবছি ঐ অনুচ্ছেদে আসলে কি নেই তা খুঁজে দেখা দরকার।
 আমরা জানি অর্গাননের মূল ভিত্তি ভূমি হল অনুচ্ছেদ নং ১। যদি অর্গাননকে একজন মানুষ হিসেবে কল্পনা করি তবে দেখা যাবে ঐ জীবন্ত মানুষটি হলো, ১নং অনুচ্ছেদ এর লীলাভূমি বা মৌলিক সত্ত্বা আর ঐ মানুষটির দিক বা পথ চলার নির্দেশনাই হল অনুচ্ছেদ ২, যা ভুলে গেলে সারা জীবন ভুলই আপনার আমার চলার সাথী হয়ে থাকবে। আর এখানে ৩ নং অনুচ্ছেদে  দখতে পেলাম, ঐ মানুষটির গুন, জ্ঞান ও বৈশিষ্ট্য সমূহ এখানে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে, যে বিষয়ে জ্ঞান  না থাকলে অর্গানন অচেনাই থেকে যাবে।
 হানেমান শুধুই একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, এখানে এসে আমার তেমনটি মনে হয় না কারন, অর্গাননের অনুচ্ছেদ সমূহের সাজসজ্জা ও ধারাবাহিকতায় বিমুগ্ধ হয়ে আমরা দেখতে পাই, তিনি যেমন একজন শ্রেষ্ঠ্য চিকিৎসা বিজ্ঞানী, তেমনি একজন দার্শনিক, সু-সাহিত্যিক ও মৌলিক চিন্তাবিদ। এখানে দেখা যায়,  দার্শনিক ও শৈল্পীক দৃষ্টি ভঙ্গিতে তিনি প্রথমে একজন চিকিৎসকের লক্ষ উদ্দেশ্য(অঃ১) নির্ধারণের পর, তার পথ চলার নীতি বা আদর্শও(অঃ২) সুন্দর ভাবে উল্লেখ করেছেন যা অন্য কোন চিকিৎসা বিজ্ঞানে  এ ভাবে আছে বলে আমার জানা নেই। শুধু তাই নয়, তিনি যে ধরনের চিকিৎসকই হোন না কেন তার বিশেষ গুন বৈশিষ্ট সমূহ (অঃ৩) এখানে উল্লেখ করেছেন। প্রসংগত: আমি আরো উল্লেখ করতে চাই যে, আমরা যারা অর্গানন থেকে হোমিওপ্যথিকে  বুঝতে চাই,  নিজেকে একজন সঠিক মানের চিকিৎসক হিসেবে গঠন করতে চাই তারা এ অনুচ্ছেদ অনুধাবন  করার পর আশ্চার্য না হয়ে পারবেন না।
 এ অনুচ্ছেদের ঘরে ভালোভাবে উঁকি দিয়ে, প্রবেশ করে তাকিয়ে দেখুন, দেখতে পাবেন, অর্গাননের বাকী সকল সূত্র গুলো কি সুন্দর ভাবে এখানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। হানেমান যে কত বড় একজন দার্শনিক সু সাহিত্যিক ও চিন্তাবিদ ছিলেন এ অনুচ্ছেদই তা প্রমানের জন্য যথেষ্ট।
 (চলবে)            
            
920 বার পড়া হয়েছে
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য