শুক্রবার, 31 জুলাই 2015 16:34

ছোট কাগজ মন যোগায় না মন জাগায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ছোট কাগজ করতে গিয়ে আমাদের কতোটা ছোট হতে হয়, না কতোটা বড় হতে হয় তাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছোটকাগজের জন্মদিতে আমাদের ছোটপ্রাণের যে সামান্য সম্বল থাকে তাকে দিতে হয় কুরবারনী। ছোটপ্রাণ বলছি একারণে যে এই ছোটকাগজের জন্মদাতা তরুণ, সমাজের আট দশটা জীবনের চেয়ে তার বয়সের ব্যপ্তি কম। যদিও চিন্ত্বার ব্যপ্তি আশি বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তির চেয়ে কোনো অংশেই কম নয়। কেনো তরুণরা এই ছোট কাগজের মধ্যে আত্মনিয়োগ করে। কারণ প্রচলিত সমাজের যে চিন্ত্বা চেতনা তাকে সে চ্যালেঞ্জ করে এবং বলে আমি এক নতুন তরিকার প্রবর্তক। আমার এই তরিকায় আছে সমাজের সমূহ কল্যাণ। আমার এই তরিকায় আছে শিল্প সংস্কৃতির নতুন বয়ান। সেই বয়ান জনমানুষের কাছে তুলে ধরতেই তাদের কুরবারনী

ছোটকাগজ যে গন্ধ বর্ণ এবং ধর্ম নিয়ে জন্মলাভ করেছে তার একটি প্রাক বয়ান হলো প্রচলিত শিল্পের মধ্যে আত্মনিয়োগকারী প্রতিষ্ঠিত শিল্পীরা নিজের প্রভু হিশেবে প্রতিষ্ঠিত করেছে তাদের প্রভুত্বকে অস্মীকার করে। তাদের প্রভূত্বকারী যে চিন্তা সেই চিন্তাকে তারা বাতিল ঘোষণা করে। তারা বলতো চায় আমরা আপনাদের চিন্তাকে সম্মান করি কিন্তু আপনাদের চিন্তায় আমরা আস্থা প্রকশ করছি না। আমরা শিল্পে আনতে চাই নতুন চিন্তাশৈলী। যে চিন্তা সমকালীন শিল্পে প্রভাব বিস্তার করবে। সমকালীন মানে আমাদের সময়। আমাদের সময় মানে এই চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়ায়। এই প্রক্রিয়া আপনারা শিল্পকে যে চোখে দেখেন আমরা সে চোখে দেখি না, আপনারা যেভাবে গন্ধ অনুভব করেন, আমরা সেভাবে গন্ধ অনুভব করি না। আপনারা যে বর্ণ ধারণ করেছেন আমরা সে বর্ণ ধারণ করি না। আপনারা যেভাবে জীবন ধারণ করেন আমরা সেভাবে জীবন ধারণ করি না। এভাবে নিজেদের প্রতিনিয়ত আলাদা হয়ে যায় প্রবীণের জীবন থেকে প্রবীণের চিন্তাধারা থেকে।

কতোগুলো বিষয়ের ওপর ছোটকাগজ নিজেদের দৃঢ়পায়ে দাঁড়িয়ে থাকে
১. জীবনের গভীর লক্ষ্যকে সুক্ষভাবে বিশ্লেষণ করা
২. ঐহিত্য ও সামাজ সচেতন, প্রবল নৈতিক শক্তির অধিকারী চেতনাকে ক্রিয়াশীল রাখা
৩. মিডিয়া কেন্দ্রীক জীবন থেকে আত্মকেন্দ্রীক জীবনে রূপান্তর করা
৪. মননশীলতায় ঋদ্ধ, নতুনত্ব বা নিরীক্ষায় সর্বদা নিয়োজীত করা
৫. সাহিত্য সংস্কৃতির স্বঘোষিত কেয়ার টেকারকে চ্যালেঞ্জ করা
৬. স্বরিনর্বাচিত সত্যিকার দায়বদ্ধতায় বিশ্বাসী
৭. তারুণ্যের অভিযাত্রী বাধাদানকালী

ছোটকাগজের আর একটি দিক হলো সমমনা শিল্পী সাহিত্য সেবিদের একটি সংগঠন। এই সংগঠন ক্রমাগত নিজেদের তৈরি করে নতুন একটি আন্দোলনে তাকে মূলত ছোটকাগজের আন্দোলন বা লিটলম্যাগ আন্দোলন মানে পরিচিত। এই আন্দোলন তৈরি প্রধান কারণ হলো প্রথাগত চিন্তার বাইরে নতুন চিন্তাকে স্থাপন করা। নতুন বয়ানের প্রস্তুতি জন্য আড্ডা, নিজেদের বয়ানকে সমৃদ্ধ করণ, নতুন নতুন বয়ানধারীকে সংগ্রহ করে নিজেদের দল ভারি করা এবং এই আন্দোলনে সংহতি প্রকাশকারী পাঠকদের সাথে একটি মেলবন্ধন তৈরি করা। এই বয়নগুলোকে বিভিন্ন মাধ্যমে প্রকাশে করা। বাংলায় শুধু কবি সাহিত্যিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে সাহিত্যের কাগজ যেমন গুরুত্বপূর্ণ যেমনি ফটোগ্রাফি, চিত্র, নির্মাণ, চলচ্চিত্র, (এখনে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র একটি অনন্য মাধ্যম) যা শুধু ছোটকাগজ আন্দোলনকারীদের নিজেস্ব অর্থায়নে হয়ে থাকে। যেখানে ব্যবসায়ী কোনো মুনাফার সুযোগ থাকে না। সবচেয়ে মজার বিষয় হলো এইযে ছোটকাগজ আন্দোন এখানে দশকওয়ারি হিশেব থাকলেও সবাই সংঘবদ্ধভাবে আন্দোলন করে না। এর মাঝে ছোট ছোট গ্র“প আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যায়। যেখানে এক আন্দোলনকারীর সাথে আরেক আন্দোলনকারির মিল নাও থাকতে পারে কিন্তু আখেরে তাদের বায়ান হলো শিল্পকে নতুনের মাঝে নতুনভাবে উপস্থাপন করা।

ছোট কাগজ যে মানুষের মননে নতুন চিন্তার খোরাক তৈয়ার করে তা ক্রমাগত মননজগতে সৃষ্টি করে নতুন পথ। তাই  ছোট কাগজ মন যোগায় না মন জাগানেরা কাজটি করে থাকে। বড় কাগজ বা প্রতিষ্ঠান মানুষের মন যোগানের জন্য প্রতিনিয়ত কাজ করে যায় কারণ মানুষের মন যোগিয়ে তাদের রুটি রুজির ব্যবস্থা করতে হয়। এর কোনো প্রভাব সমাজে পড়ে না বরং সমাজের যে বিরূপ প্রভাব তাই বড় কাগজের বা প্রতিষ্ঠানের ওপর পড়ে পক্ষান্তরে ছোট কাগজ মানুষের মন জাগানেরা চেষ্টা করে নজরুল যেমন বলেছেন ‘ তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে’ এই ছেলেটিই হলো ছোট কাগজ। সে জাগে এবং মানুষের মনকে সর্বদা জাগিয়ে রাখার কাজটিও করে থাকে।

দোহাই
১. লিটল ম্যাগাজিন এক প্রতিষ্ঠান বিরোধী প্রতিষ্ঠান, কামাল মোস্তফা ২. লিটল ম্যাগাজিনের চারিত্র-সন্ধানে, সরকার আশরাফ ৩. ছোটকাগজ/বড় কাগজ বৈপরীত্য ও সৃষ্টির প্রকাশ, মঈন চৌধুরী ৪. প্রাঙ্গণ- নাঈম মাহমুদ সম্পাদিত ৫. বিপরীত উচ্চারণ ৬. স্বল্পদৈর্ঘ- সাজ্জাদ বিপ্লব সম্পাদিত ৭. ভনে- সরসিজ আলীম সম্পাদিত ৮. নন্দন- নাজিব ওয়াদুদ সম্পাদিত ৯. ইত্তেফাক ১০. পুষ্পকরথ- হাফিজ রশিদ খান সম্পাদিত ১১. ময়মনসিংহ জং সরকার আজিজ সম্পাদিত ১২. শব্দগুচ্ছ- হাসান আল আব্দুল্লাহ সম্পাদিত            
            
1139 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আফসার নিজাম

হাঁটতে আমি ভালোবাসি তাই হেঁটে হেঁটে পার হই ইতিহাস

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.