"চাঁদ হাসে তাহার মুখ লুকাইতে।" স্রষ্টার সৃষ্টি জগতকে সাজাইতে স্রষ্টা সূর্যোদয়ের ফলে ঘটাইলো সুন্দর একটি দিন।বছরে বারোটি মাস,ইহাতে স্রষ্টা দান করিলেন একটি বরকতময়ী মাস।এ মাসে প্রবাসে অনেকেই দিন কাটায় ঘুমাইয়া।আপন ইচ্ছায় নিজেও কাটাইয়াছি বহুদিন ঘুমায়ে,তাহা আর নয়। আজ আপন ইচ্ছায় মোড় ফিরাইয়া নিলাম।বরকতময়ী সেহরী খাইবার পর ইবাদাত শেষে,নিজ পায়ে মধ্যগতিতে হাঁটিয়াচলি কৃত্রিমগড়া বাগিচায়।জনহীন বাগীচায় প্রভাত পাখিদের অতি মধুর কিচিরমিচির শব্দ শ্রবণে মুগ্ধ মনেপ্রাণে বসিয়া পরিলাম বাগীচার এক কোণে। ধীরেধীরে দিগন্তের পূর্বাকাশে সূর্য তাহার আপন গতিতে উদয় হইতে নিজ চক্ষুদ্বয়ে উপভোগ করিতে লাগিলাম।হঠাৎ দেখিলাম সূর্যের কিরণ পাইয়া চাঁদ হাসে তাঁহার মুখ লুকাইতে।আহ,,কি অপূর্ব স্রষ্টার সূর্যোদয়!কি দারুণ ক্ষণ তখন অতিবাহিত হইতে লাগিলো।আহ_কি সুন্দর নাজানি খোদা তুমি। হে রব,হে খোদা,হে আমার প্রভু-আমি অধম, প্রাণ যায়য়ায় মরি করিতে চুম্বন তোমারি চরণ।

নুরুন্নবী জামশেদ
আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।
নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 17 জুলাই 2023 12:13 লিখেছেন UWpVvA
Prevention of cancer chemotherapy induced nausea and vomiting CINV cialis on sale in usa
- মন্তব্যের লিঙ্ক
শনিবার, 03 জুন 2023 18:04 লিখেছেন Liamtesse
should i take propecia These findings from the phase II nextMONARCH study were presented on 19 September at the ESMO Virtual Congress 2020 by Erika P
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 02 আগষ্ট 2016 17:42 লিখেছেন মোঃ নাজমুল কবির
ভালো হয়েছে দাদু ভাই, অনেকদিন পর এলাম, সময় পাই না, শরীরও ভালো না...।।
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 01 জুলাই 2016 14:17 লিখেছেন দ্বীপ সরকার
ভালো লিখেছেন কবি।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.