শনিবার, 18 এপ্রিল 2015 12:03

অপসুর

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                আকাশ ভীষণ মেঘলা করে এলো ৷

চারদিকে আগের থেকেই স্যাতস্যাতে অবস্থা ৷

ফুটপাতের পাশেই থাকে , ময়না ৷
ময়না আর তার ছোট বাচ্চাটি ৷ বাচ্চাটির বয়স বড়জোড় বেশি নয় ৷ এই কি তিন কি চার মাস ৷

ময়না যখনই তার এই শিশুটির দিকে তাকায় , তখনই বুকটা গর্বে ফুলে উঠে , কিন্তু পাশাপাশি এক অজানা ভয়ও তাকে ঘিরে ধরে ৷ কিন্তু কি সে ভয় তার বিশদ ব্যাখ্যা তার মগজে আসে না ৷

ময়না জানে এই সন্তানের পিতার পরিচয় নেই ৷
যেমন নেই তার ৷

একশ্রেণির উত্তরসূরীরা এরকমই হয়ে থাকে, পিতৃহীন৷

গত কয়েকদিন হলো, বৃষ্টির কারণে সে ময়লা টোকাতে যেতে পারে না ৷ ফলপ্রসু তার মাটির চুলায় এখন এক আজলা পরিষ্কার পানি ৷

কিন্তু ক্ষুধার কি সে দিকে ভ্রুক্ষেপ আছে ৷

অথচ এই ফুটপাত দিয়েই প্রতিনিয়ত কত সুন্দর সুন্দর দম্পত্যিরা যায় ৷
ময়না অপলক সেদিকেই চেয়ে থাকে ৷  

এইতো কিছুক্ষন আগেই  একটা মেয়ে আর একটা ছেলে , দুজন মিলে একটা সাদা রঙের আইসক্রীম খাচ্ছিল ,
এই সাদা রঙ দেখেই ময়নার দুধের কথা মনে পড়ে যায় ৷

দুধ কোথা থেকে আসবে ?
তার নিজের পেটই যে ভীষন পাথরের মতো ভারী হয়ে আছে ৷

ময়না আনমনেই শুয়ে পড়ে তার নবজাতকের পাশে ৷

বৃষ্টি বাড়তে থাকে ৷
শিশুটিও ক্ষুধায় কান্না করে ৷

প্রকৃতি লজ্জা ঢাকতে বৃষ্টি বাড়িয়ে দেয় ,
শিশুর কান্না এবং বৃষ্টির সুরেলা ধ্বনি এক মনোরম পরিবেশের চিত্র আঁকে ৷

যেখানে চোখের জল আর বৃষ্টির জলের তফাৎ থাকে না ৷            
            
1185 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 18 এপ্রিল 2015 20:34
শেয়ার করুন
সীমান্ত মুরাদ

একাকিত্বের সাথে পথ চলছি ধূসর দ্বীপের আরছায়ার আবডালে ৷

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.