এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 16 মে 2015 19:51

বর্ণমালার গল্প

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                অণুগল্প-শিশুতোষ
বর্ণমালার গল্প

গ্রীষ্মের ছুটিতে টুম্পা মা-বাবার সাথে গ্রামে
দাদুর বাড়িতে বেড়াতে
এসেছে ।সবেমাত্র বোধদয় শেষ করেছে ।
তাতে কি হবে এখনি শিখেছে অনেক কিছু সে ।
পড়তে
ওর খুব ভালো লাগে ,তাই খেলার
সময় ও পড়ার বইটি নিতে ভুল হয়
না তার ।যা হোক অনেক দিন পর
দাদু-নাতনীর আনন্দটা বেশ জমেছে ।
টুম্পা বাইনা করে বসলো যে আজ
দাদুর কাছ থেকে গল্প শুনবে ।গল্প
হতে হবে বর্ণমালার গল্প ।দাদুও মেনে
নিলো ।দাদু গল্প শুরুর আগে
নিয়ে আসলো কাঠের তৈরি বর্ণমালা ।
কিন্তু দাদুর একটি শর্ত আছে সেটা হলো
দাদু যে অক্ষর দিয়ে যে শব্দ
লিখবে টুম্পাকে তা বলতে হবে এবং সেটা কি
।এই শর্তে টুম্পা বললো
আমি রাজি ।দাদু এবার শুর করলো ।
প্রথমে 'ক' দিয়ে লিখলো 'কাঁঠাল',দাদু
টুম্পাকে বললো এটা কি ফল?টুম্পা বলে
উঠলো 'ক' তে-
কাঁঠাল ফল।কাঁঠাল আমাদের জাতীয় ফল ।
দাদু,বেশ....
এবার 'দ'এর পালা ।দাদু 'দ' দিয়ে লিখলো
'দোয়েল' পাখি ।
বল এটা কি পাখি -----,টুম্পা এবার ও বলে
দিলো 'দ'তে - 'দোয়েল' পাখি,দোয়েল হয়
আমাদের জাতীয় পাখি ।এবার লিখলো দাদু
'ই' দিয়
'ইলিশ' বল এবার এটা কি মাছ----,
টুম্পা বলে উঠলো 'ই' তে- হয় ইলিশ
মাছ ।ইলিশ আমাদের জাতীয় মাছ ।দাদু
আবাল লিখলো 'শ' দিয়ে 'শাপলা' ।টুম্পার
দিকে তাকিয়ে দাদু
বললো এটা দিয়ে কি হয় .....
টুম্পা বলে উঠলো 'শ' তে- হয় শাপলা ফুল ।
শাপলা আমাদের জাতীয় ফুল ।দাদু আবার ও
বলে উঠলো বেশ,বেশ....।
এবার দাদু লিখলো 'রয়েল বেঙ্গল টাইগার'
বলো তো এটা কি ,টুম্পা এবার বড় শব্দ
দেখে একটু ভেবে বললো দাদু ভাই এটা তুমি
বলোনা আমি
পারছি না ।দাদু ভাইঠিক আছে বলছি...
এটা হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার ।
এটা আমাদের জাতীয় পশু ।টুম্পা বললো
ছবিতে দেখেছি দাদু ,ইস,ভুলে গেছিলাম ।দাদু
বললো আজ তা হলে অনেক গল্প হলো
এখন উঠতে হবে ।আর একদিন আরো মজার
মজার গল্প হবে আগামীকাল এখনো এই
গুলো মনে করো।টুম্পাও অনেক খুশি, দাদু
আবার গল্প করবে তা হলে অনেক মজা
হবে...........।

09/04/15            
            
962 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য