মাহতাব উদ্দিন
কবি মাহতাব উদ্দিন এম. এ ১৯৭৪ সালের ১৬ জানুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন বেড়াইদেরচালা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অত্র গ্রামের ঐতিহ্যবাহী প্রধানবাড়ীর একজন সদস্য। তাঁর পিতা-মরহুম মৌলভী নূরুল ইসলাম এবং মাতা-আলহাজ্ব আনোয়ারা বেগম। ব্যক্তিগতজীবনে লেখক ২০০০ সালে পারভীন সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি দুই কন্যা এবং একমাত্র পুত্রের গর্বিত জনক। কবির একমাত্র একক কাব্যগ্রন্থ " স্বপ্নের জানালায়"। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো- স্বপ্নিল স্বপ্নতরী, কবিতার বারান্দায়, ঝরাফুলের গন্ধ, শতফুল, স্বাধীনতার পঙক্তিমালা, একুশ আমার অহংকার এবং বিজয়ের উল্লাস।