পাগলের সুখ সুখের জন্য সবাই পাগল পাগলের কোন সুখ নেই, ভাবের পাগল ক'জন আছে নিত্য হাসে এমনিতেই। ভবের জন্য সবাই পাগল পরকালের পাগল নাই, সত্য মিথ্যা জট পাকিয়ে আসল পাগল ক'জন পাই। দুর্বিসহ জীবন সাগর তবুও পাগল খুশি রয়, ভবের মেলায় যুক্ত হলে কেহ সেথা সুখি নয়। পাগলের সুখ পাগল বোঝে অন্য কেহ বোঝে না, সত্যিকারের পাগল যাঁরা বেশি সুখ সে খোঁজে না। ম্বার্থের জন্য জ্ঞান হারিয়ে পাগলের বেশ ধরে ভাই, স্বার্থ হাসিল হলে দেখবে আসলে ভাই পাগল নাই। পাগল চেনা বড়ই কঠিন পাগলেও খোঁজে সুখ, সকল সময় ভেবে দেখি সত্য কথায় খুব অসুখ।
Pin It