মঙ্গলবার, 01 সেপ্টেম্বর 2020 18:11

পরিণতি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ইঁদুর বলে বয়স হলে
      আমি-ই হব হাতি,
দূর্বা বলে বংশ হব
      আমি তো তার নাতি |
রুই কাতলা যা হোক হব
      কয় পুঁঠি মাছ হেঁকে,
গুগলি বলে শঙ্খ হব
      হুগলী গাঙেই থেকে ||            
            
466 বার পড়া হয়েছে
শেয়ার করুন
কালিদাস রায়

কালিদাস রায় (২২ জুন ১৮৮৯ – ২৫ অক্টোবর ১৯৭৫) ছিলেন রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। তার রচিত কাব্যগুলির মধ্যে তার প্রথম কাব্য কুন্দ (১৯০৮), কিশলয় (১৯১১), পর্ণপুট (১৯১৪), ক্ষুদকুঁড়া (১৯২২) ও পূর্ণাহুতি (১৯৬৮) বিশেষ প্রশংসা লাভ করে। গ্রামবাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণবপ্রাণতা ও সামান্য তত্ত্বপ্রিয়তা ছিল তার কবিতাগুলির বৈশিষ্ট্য। তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। তিনি রবীন্দ্র-ভাবধারায় প্রভাবিত হয়ে তিনি কাব্যচর্চা শুরু করেন। এরপরে কবিতা, ছোটগল্প, রম্য সাহিত্য ইত্যাদি রচনা করেন। 'বেতালভট্ট' ছদ্মনামে লিখিত বহু রসরচনা পাঠক সমাজে সমাদৃত ।

কালিদাস রায় এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « নদী খোকার আবদার »

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.