বৃহষ্পতিবার, 04 ফেব্রুয়ারী 2016 01:09

গ্রামের মানুষ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                .
গ্রামের মানুষ 
এমদাদ শুভ্র
.
গ্রামের মানুষ! ভাবছো হয়তো অনেক দূরে আছি
দূর পরিমাপ করছো কিসে- টাকায়, ফিতায়, সুখে?
মাপজোখ? বেশ করেই দেখো- হৃদয়ের কাছাকাছি
তোমরাই, শুধু তোমরাই আছো আমার ছোট্ট বুকে
.
গ্রামের মানুষ! না শুধু তোমরা- গ্রামের যত ঘর
অলি গলি পথ, পথের দু’ধার, নোংরা-ধুলো-মাটি
পোষা-নাপোষা প্রাণীকুল জীব, অচল, জড়, পর
ধন্য আমার ছোট্ট হৃদয়! স্বপ্নেও গ্রামে হাঁটি
.
রক্তের কিবা অনাত্মীয়- যে যাই ভাবতে পারো
নীল বেদনায় যদিবা হারাই- চুপ চুপ চুপ থেকে
অন্যদিকে টলবে দু’পা, বলবে হাতটি ছাড়ো?
পারবেনা জানি, বন্ধন চির সে-ই জন্ম থেকে
.
গ্রামের মানুষ! বিশ্বের নামি আর ধনী আর মানি
নড়লে যারা দেশ নড়ে যায়- শ্রদ্ধা ভয়ে তেজে!
মূল্য তাদের- আমার গ্রামের পরে, এইতো জানি
গ্রামের মানুষ মহাসম্পদ! বোঝার- অবুঝ কে যে?
. 
শুদ্ধ নামেতে চিনলেও স-ব, ডাক নামে চেনে গ্রাম
যে নাম আমার রক্তকণায় কোষে কোষান্তরে
জাগ্রত চিরঅবিনশ্বর অমূল্য যার দাম। 
আমিযে গ্রামের- গ্রামের মানুষ অম্লান অন্তরে!
.
গ্রামের মানুষ! ভাবছো হয়তো অনেক দূরে আছি
দূর পরিমাপ করছো কিসে- টাকায়, ফিতায়, সুখে?
মাপজোখ? বেশ করেই দেখো- হৃদয়ের কাছাকাছি
তোমরাই, শুধু তোমরাই আছো আমার ছোট্ট বুকে
.
অফিস, 04/02/2016 12:25:59 AM.
...            
            
870 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 ফেব্রুয়ারী 2016 13:42
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.