শনিবার, 17 ফেব্রুয়ারী 2018 12:09

ছোট খোকার বায়না

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ছোট খোকার বায়না
                    মোঃ মোশাররফ হোসেন

আমি অতি ছোট খোকা
সারা বেলা ডাকি আব্বু-আম্মু
পড়ি ক্লাস প্লে পাড়ার স্কুলে।
আজকাল করে অফিস টাইম শেষে
বায়না আমার আব্বুর সাথে
নিয়ে যাবে বই মেলায় ঘুরাতে,
দিবাকালীন ঘুরবো পুরো মেলা
স্টল হতে স্টলে দেখব নানা বই
কিনব অনেক, এতো এতো মুই;
না দিলে করব আড়ি,ফিরব না বাড়ি
বই পড়তে দারুন মজা,স্বপ্নে  ছবি আঁকি
কিনব ছোট গল্প, ছড়ায় আঁকা ছবি।
আমি! পড়তে নাহি পারি ফুঁল বই
প্রতি পৃষ্টা দেখি হাসি-কাঁদি,
পাতায় পাতায় উড়াই মনের ঘুড়ি
মিলিয়ে নিই কোনটা লাগে ভাল।
'অ'তে অজগর 'আ'তে আম
'ই'তে ইদুর ছানা হেসে কুটিকুটি
বিনা পুঁজিতে করছে সে রুজি,
'ক'তে কি,'ছ'তে ছিড়ি মাথার চুল
'ব'ভাবতেই বেজায় ঝঁঝাট।
আব্বু আমার অনেক ভাল
মায়ে লক্ষী সোনা,
বায়না আমার করছে পূরণ
কোথাও রাখেনি রেশ,আনন্দ হচ্ছে বেশ।            
            
638 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক XaFhUzfV রবিবার, 16 জুলাই 2023 22:45 লিখেছেন XaFhUzfV

    best site to buy cialis online Moreover, our preliminary data on the probiotic kefir treatment in OVX rats suggested a vascular antioxidant effect

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.