বুধবার, 28 ফেব্রুয়ারী 2018 22:02

বাঁধা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বাঁধা
         মোঃ মোশাররফ হোসেন

সাদা সাদা মেঘ
কালো কালো তার ছায়া,
উজ্জ্বল চাঁদ দিয়েছে বাঁধা
আসে না আলো রাত কালো।
পাশের বাড়ির সুন্দরি, রুপবতী
শিউলি কাকী ঠিক তেমনি
চামড়া সাদা মন তার ভরা ডুবি কাদা।
শিমুল তার ছোট ছেলে
আমার সাথে দেয় না মিশতে,
যেতে দেয় না খেলার মাঠে
খেললে নাকি জীবন যাবে
হেলায় হেলায় কেটে।
মাঝ-মধ্যে ছুটে আসলে ফাকি দিয়ে
নিয়ে যায় জোর হাতে,
করে বকাবাজি, ঝাঁটাপিটা সাথে
ভালো খেলে ছেলেটা ব্যাট-বল হাতে।
আজ সে বছর যাবত
রয়েছে যেন বন্দি কারাগারে,
জানালার পাশে রোজ বিকেলে
চেয়ে থাকে অশ্রুজল নয়নে।            
            
557 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 28 ফেব্রুয়ারী 2018 23:16
শেয়ার করুন
মোঃ মোশাররফ হোসেন

আমার নাম মোঃ মোশাররফ হোসেন।পিতার নাম আঃ মান্নান বেপারী মাতার নাম মজিদা বেগম। ২৫ ডিসেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন বি কে নগর কাজী কান্দি মাতুল আলয় জন্ম গ্রহন করি।পৈত্রিক নিবাস একই থানার পূর্ব নাওডোবা মঙ্গল খার কান্দি।ভাইবোনের মধ্যে আমি দ্বিতীয়। এলাকার চরখাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি পাশ করি।পরে পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় ভর্তি হলেও বি কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি এবং পূ্র্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পাশ করি।বর্তমান ঢাকায় জিনজিরা পি. এম. পাইলট স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষে। পারিবারিক ও অন্যান্য কারনে পড়ালেখা বাঁধা প্রাপ্ত হয়।নিজ চেষ্টায় পড়ালেখা চালিয়ে যাওয়ায় পড়ালেখার গতি ধীরস্থির।এছাড়াও আমার এখন বেশি পড়তে ভাল লাগে না।তবে সাহিত্য: জীবন কাহিনী,গল্প, উপন্যাস, ছোট গল্প, স্মৃতিচারন মুলক ও স্বাবলম্বী ভাষায় লেখা বই পড়তে বেশ ভাল লাগে।আমার স্বপ্ন ছিল অনেক কিন্তু সৃষ্টি প্রদত্ত কিছু গুন ও পারিপার্শ্বিক কারনে সবার সব সম্ভব হয় না।এখন আমার স্বপ্ন সাংবাদিক হবো এবং পাশাপাশি লেখক।ছোটবেলা চাচাতো ভাইয়ের মুখে তার বন্ধুর ডাইরি ভর্তি লেখার গল্প শুনি আর স্বপ্ন দেখি আমিও লিখব।সেই স্বপ্ন থেকেই আমার কলম গতিশীল। তাছাড়া আমার লেখনির পিছনে আরো একজনের কথা না বললেই নয়, সে হলো আমার আপন বন্ধু, বন্ধু সুলভ বোন মোসাঃ রুমা আক্তার।যার উত্সাহ আমার শক্তি হিসেবে কাজ করে। মা-বাবা, বড় ভাইয়ের ভালবাসাই আমার জীবনের সম্পদ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক liUjUxrWm রবিবার, 02 জুলাই 2023 17:56 লিখেছেন liUjUxrWm

    Testicular cancer is most often treated with a combination of surgery, chemotherapy, and possibly radiation, depending on the stage of the disease at the time of diagnosis cheap viagra australia

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.