বৃহষ্পতিবার, 29 মার্চ 2018 21:10

কালবৈশাখী

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কালবৈশাখী

সারাদিন ধরে রবির রক্তচক্ষু 
বাতাসের আঁড়ি ভঙ্গ করে
কানফাটা অট্টহাস্যে আর
চণ্ডীর গাত্রবর্ণে সজ্জিত আকাশ
ইন্দ্রবান নিক্ষেপ করছে।
চোখের কাজলে ঝড়ছে
কালো মেয়ের ক্ষিপ্ত রূপ।
নির্জন প্রান্তরে দাড়িয়ে থাকা
দীর্ঘ শীর্ণকায় তালগাছটি
চক্ষুদ্বয় মোহিত করে।
বিস্তর তৃণসাগরের বক্ষ
জলকণার সংঘাতে সাদা হয়ে আসে।
তার মাঝে ঐ যে তালগাছটির
আপ্রাণ টিকে থাকার লড়াই।
জানালার শিক ধরে দাড়ানো
ঢেঙি মেয়ের মনে পালেদের আমবাগান।
অবশেষে নিরীহ মমতাময়ী আকাশ আর
নির্মল বাতাসে একচিলতে মুক্ত নিশ্বাস।

                   ________            
            
553 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 29 মার্চ 2018 21:49
শেয়ার করুন

সুবীর পাণ্ডে এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « আমরা তৃণদল উপহার »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.