বৃহষ্পতিবার, 12 নভেম্বর 2020 01:07

ছখিনার ঘর ভাঙ্গলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ছখিনার ঘর ভাঙ্গলো 

ছখিনার ঘর ভাঙ্গলো
স্বামীর সংসারে সে অগ্রাহ্য,
কেঁদে কেঁদে কত রাত হলো পার
শত যন্ত্রণায় পালায়নি সে
সব কিছুই মুখবুজে করেছে সহ্য।

ক্ষুদা আর দারিদ্রতায় মাখা দাম্পত্য
স্বপ্ন-সুখ আর প্রেমের আশায়
হারভাঙ্গা অলস শরীলে দিন গুনে গুনে
                    দু'টি বছর ধরেছিলো র্ধায্য।

স্বামীর চরণে হলো না স্থান
পৃথিবী অন্ধকার চারি পাশ নিঃস্ব,
অভাগা তরুণীর শিশুকালে বাপ মরলো
বিয়ের আগেই বাপের ভিটা
                                 নদীই ভাঙ্গলো
নীড় হারা ছখিনার চোখে ভাসে
একে একে দুঃখে গাঁথা সকল দৃশ্য।

দিক হারা পথ হারা তরুণীর
দেহে উপছে পড়া যৌবন 
                                এখন মরুর দুঃস্বপ্ন,
একলা তাহার পথ চলতে চলতে
বুকে মাঁঝে বহে নীল ঝড়
                                কষ্টে হয় শ্বাসরুদ্ধ, 
শুরুতেই থামল তার সমর যুদ্ধ।

ছখিনার বুকে শত প্রশ্ন
কেন সংসার ভাঙ্গলো ?
কী, দোষ ছিলো আমার ? 
নাকি স্বামীর মহাজনের লোভ---
                       তার হাতের ইশারায় ?
কেন এমন হলো ?

শরীলে কাঁপুনি, চোখে ভয়,
মাতাল সোয়ামীর নির্যাতনের রূপ
যখনি মনে হয়।
এখন জীর্ণশরীল নিয়ে পা'ফেলতেই
                                   বুকে আতঙ্ক ,
শূণ্য হৃদয় কেন যে মেলেনা
             বার বার হিসেব কষেও
                           ছখিনার অংক।

কেউ নেই
কেউ কি নেই
ছখিনা ! তোমার পাশে ?
কবি আছে
কবির কলম আছে
কবিতাময় প্রেম আছে
চালিয়ে যাও তুমি জীবন যুদ্ধ
অতীত সব জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও---
||______||______||_______||________||


১৬/১০/২০০৫
বাবুর দোকান, উদাখালী,, গাইবান্ধা।            
            
481 বার পড়া হয়েছে
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella বুধবার, 22 নভেম্বর 2023 21:00 লিখেছেন Unrella

    Recognition of potential associations between cutaneous lesions and esophageal imaging findings is important for establishing a specific diagnosis or generating a meaningful differential diagnosis generic cialis cost

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.