রবিবার, 22 নভেম্বর 2020 07:12

কাঁন্নার জীবন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কাঁন্নাকে সাথী করে
     জীবন চলে না,
দুঃখের সাগরে ভেসে
     থেমে থাকে না।

কাঁন্না তো থাকবেই
     জীবন চলার পথে,
দুঃখ কষ্ট ও থাকবে
     জীবনেরই রথে।

নিজে কেঁদেছি প্রথম
     দুনিয়াতে এসে,
মরনে কাঁদবে মানুষ
     আমার পাশে বসে।

জন্ম কাঁন্না মৃত্যু কাঁন্না
     কাঁন্না সারাজীবন,
দুঃখের কাঁন্না সুখের কাঁন্না
     কাঁন্নায় হালকা মন।

বিরহে কাঁদে প্রেমিক
     ভাসে তার নয়ন,
ভালোবাসার স্বপ্ন তার
     হয়নি যে পূরণ।

পেয়ে ও কাঁদে কতজনে
     আনন্দে চোখে জল,
অনেক দিনের স্বপ্ন তার
     হয়েছে আজ সফল।

কাঁন্না ভুলে জীবন চলে
     এমন কিন্তু নয়,
জীবন চলার মাঝে অনেক
     সুখের কাঁন্না রয়।
________________            
            
427 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 17 ফেব্রুয়ারী 2021 22:09
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « নতুন সুর জাগরণী »

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.