শনিবার, 12 ডিসেম্বর 2020 17:18

হে দয়াময় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হে দয়াময় 


আমি শুনেছি তোমার হৃদয়ের বাণী
             হে দয়াময়,
এই মনোরম অবনী তোমার দান
             আর কারো নয়। 

রাহমানির রাহিম-দয়াবান-গরীয়ান
            তুমি সর্ব শক্তিমান,
জন্ম-মৃত্যুর পতি-সর্ব সৃষ্টির স্রষ্টা
            তুমি হে মহান। 

তোমার ইশারায় সৃষ্টি হয়েই আমি
           এই ধরণীতে, 
সৃষ্টির সেরা জীব করেছ আমায় 
           পারি কি তা ভুলতে। 
 
তুমি শক্তি উক্তি যুক্তি তুমি মুক্তি দেবে
              বল আমারে,
তোমার স্বরণে তরী দিতে হবে ছাড়ি
              ঐ ভব পারে। 

গড়েছো আমায় সৃষ্টির সেরা জীবে
            তুমি কীর্তিময়, 
তাই গেয়ে যায় তোমারই গুনগান
             ওহে দয়াময়।            
            
568 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 ডিসেম্বর 2020 20:17
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক LmfTIWnzG রবিবার, 09 জুলাই 2023 03:26 লিখেছেন LmfTIWnzG

    In addition to mitochondrial dependent apoptotic pathway, calcium influx Figure 9a and increased expression of calpain Figure 9b were observed in the early stage of ischemia interacting with GM in vitro buy cialis without prescription Even I knew that the bright claims for progress against cancer were eyewash

  • মন্তব্যের লিঙ্ক ইদি আমিন সোমবার, 21 ডিসেম্বর 2020 02:37 লিখেছেন ইদি আমিন

    অনন্য সুন্দর প্রকাশ কবি,,,, অসাধারণ

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.