মঙ্গলবার, 26 জানুয়ারী 2021 23:27

সজীব তরতাজা কবিতা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সজীব তরতাজা কবিতা

ইচ্ছে ছিলো 
গহীন অরণ্য পাড় হয়ে 
অসাধ্য দুর্গম পর্বত অতিক্রম করে
তোমার সমুদ্র যুগল আঁখিতে
একটি তীব্র চুম্বনে ছোঁবো তোমায়
হারিয়ে যাওয়া চন্দ্রমণি।

ইচ্ছে ছিলো
সাহারার মরুসম তৃষ্ণাময় বুকে
তোমার মায়াময়ী সজীব মুখখানি
ভরা জোছনার পূর্ণিমায় সারা রাত দেখবো
নিবিড় চোখে
হারিয়ে যাওয়া চন্দ্রমণি।

তোমার বিষাদময় ঘুমহীন নয়নের 
সব অশ্রুজল পানকরে 
ভরা পূর্ণিমারাতের ভোরে
চির নিদ্রায় চলে যাবো
ও পাড়ে এক নরক গ্রহে 
তব নিবিড়ে একটি সজীব তরতাজা কবিতার জন্ম দেবে তুমি, চন্দ্রমণি! 

---------------------------------------------
থানা পাড়া, গাইবান্ধা। 
১৫-০৭-১৭            
            
427 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 15:51
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক AFRfXPNL মঙ্গলবার, 11 জুলাই 2023 11:09 লিখেছেন AFRfXPNL

    ceftriaxone will increase the level or effect of willow bark by acidic anionic drug competition for renal tubular clearance brand name cialis online Patrik Asp, in Epigenetics Methods, 2020

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.