শনিবার, 06 ফেব্রুয়ারী 2021 17:07

কাব্য শেখা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কাব্য শেখা


শব্দ দিয়ে বাক্য গড়ি 
    বাক্য দিয়ে কাব্য, 
অন্ত্যমিলে ভালোবাসি
     সৃষ্টি হোক শ্রাব্য।

স্বাদে গন্ধে মুখে রুচি 
     তবে সেটা খাদ্য,
ছন্দে তালে মুগ্ধ হলে 
     বাজে মনে বাদ্য। 

মধু রসে কাব্য গাঁথা
     সৃষ্টি করে ছন্দ,
মনে যত কথা বলি
     নিরবে স্বাচ্ছন্দ্য। 

ভাঙা-গড়ার তরী ভাসে
     ছিড়ে যাচ্ছে পাতা,
ভুলে ভরা অন্তমিলে 
     লিখে যাচ্ছি যা-তা। 

শিক্ষার কোন বয়স নেই কো 
     তাই তো আজো শিখি,
ভুল হলে তাই কবি দাদু
     শেখান ঝিকিমিকি। 

ছন্দের কিছু নিয়ম আছে 
     জানতে হবে আগে,
লিখতে গেলে শিখতে হবে 
     মাত্রা আগে ভাগে।

বিকাশ হলো আলোর মেলা
     বসে কবি সভা, 
অনেক কবি কাব্য লিখে 
     বাড়ান তাঁর প্রতিভা। 

দাদা-দিদি সবাই ভালো
     মানি তাঁদের গুরু,
ছোট ছোট লেখা দিয়ে 
     করি লেখা শুরু। 

সব লেখাই ভালো লাগে 
     ভীষণ মজা পাচ্ছি,
ভুল হলে তাই বুড়ে দাদুর 
     কঠিন বকা খাচ্ছি।

বাক্য বিন্যাস সঠিক হলে
     কাব্য লাগে ভালো,
বিকাশ হলো জ্ঞানের প্রদীপ
     জ্বালাই সেথা আলো।            
            
429 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 04 মার্চ 2021 19:57
শেয়ার করুন
ফিরোজ মাহমুদ রনি

ফিরোজ মাহমুদ রনি তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৩ মার্চ ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ রঞ্জু শেখ, মাতা লিপি খাতুন। তেনারা দুই ভাই এক বোন তিনি পিতা-মাতার জ্যোষ্ঠ সন্তান। লেখাপড়ার গণ্ডি পেরুতে পারেননি। বাবা মায়ের খুব আদরের সন্তান যদিও ততটা আদরের পাত্র নন তবুও বলতে হয়। গান শুনতে ভালোবাসেন, কখনও কখনও বেসুর গলায় গান গেয়ে থাকেন। প্রতিনিয়ত ডায়েরি লিখার অভ্যাস আছে তবে কবিতার ছন্দে। হাঁটতে বেশি পছন্দ করেন হ্যাঁ একা একা আরো বেশি পছন্দ করেন। তিনি মিশুক প্রকৃতির মানুষ। সব রকমের মানুষের সাথে মিশতে সাচ্ছন্দ্য বোধ করেন। সর্বোপরি তিনি তাঁর নিজস্ব স্বকীয়তায় বিদ্যমান।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug রবিবার, 26 নভেম্বর 2023 20:06 লিখেছেন exellamug

    cialis coupon Jaiswal M, LaRusso N, Burgart L, Gores G 2000 Inflammatory cytokines induce DNA damage and inhibit DNA repair in cholangiocarcinoma cells by a nitric oxide dependent mechanism

  • মন্তব্যের লিঙ্ক kopAsUI শুক্রবার, 07 জুলাই 2023 19:20 লিখেছেন kopAsUI

    com 20 E2 AD 90 20Gi 20Thuc 20Viagra 20Nam 20 20Viagra 20En 20Crema 20En 20Argentina 20Donde 20Comprar viagra en crema en argentina donde comprar The last week has been a busy one for BlackBerry CEO Thorsten Heins and his colleagues priligy where to buy

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.