মঙ্গলবার, 17 মে 2022 08:47

পাখি নিধন বন্ধ করি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                পাখি নিধন বন্ধ করি

পাখির জন্য মুক্ত আকাশ 
মুক্ত জীবন তার,
মুক্তভাবে হয় না চলা
মানুষ কাটে তাদের গলা
চিবায় পাখির হাড়।

স্বাধীনভাবে চলাফেরা 
হয় না কভু তাই, 
বিবেকহীন সব মানুষ যারা
পাখি মেরে করে সারা,
পাখির কুজন নাই।

কিচিরমিচির মধুর সুরে
ভাঙে সবার নীদ,
পাখি প্রেমিক অনেক আছে 
নিরাপত্তা তাদের কাছে 
আছে কোমল হৃদ।

আসুন পাখি ভালোবাসি 
স্বাধীন জীবন পাক্
পাখি নিধন যাবো ভুলে
সুন্দর আবাস গড়ে তুলে
শুনবো মধুর ডাক্।            
            
325 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মে 2022 23:58
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক IHTeTmg রবিবার, 30 জুলাই 2023 05:36 লিখেছেন IHTeTmg

    cialis online ordering Prognostic role of body mass index is different according to menopausal status and tumor subtype in breast cancer patients

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.