রবিবার, 29 মার্চ 2015 11:39

পুষ্পে সঞ্চয়ী মধু।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                রং ঢং হৃদয়ে নিত্য বাঁজে,
প্রেম বাগান মোর ফুলে সাঁজে।

আমি এক প্রেম ভিখারী,
প্রেম খোঁজি ক্ষুধার্ত মহা-সাগরে.
ক্ষুধার জ্বালা সে সইতে নাহি পারে।
নিষ্পাপ প্রাণ,আপ্রাণ চেষ্টার ফসল.
যাহা পাই সে খাই,মুলে দেখিবার নয়।

কণ কণ শীতের মৌসম,
ক্ষণে ক্ষণে তৃণ লতার বাসা।
অ`সময় নিরবতার সক্ষম,
উত্তম গড়া মোর ভালবাসা।
সে-যে এক অ`ভিন্ন অনির্বান,
প্রবল ঝড়ে বি`নষ্ট নাহি ক্ষয়।

রৌদ্রে মরুর পথে,
তৃষ্ণার বুক জ্বলা কঠিন।
থর থর দূর্ধর্ষে হেঁটে,
অ`দূর বাঁকি পথ,দেখিতে পাই নিজ মন।
এই খবর কি সে লয়?

বহু আশ্চার্য্য মম,
ভোমরের সঞ্চয়ে হয়িল মধু।
পুষ্প মোর সাম্য,
সে মধু লুটে এক সাধু।
মধু পানে অ`নিবারণ পিপাঁসা,
সাধু ভাই অতি বোকা,লোকে তা কই।

এক অ`সৎ ষাড় সাধুর ভেঁসে,
প্রেম ফুল আহার করিল নেমেষে।
সঙ্গীর পিতৃর অর্থ লয়ে গৃহে শায়িত,
ভঙ্গীময়ি মাতৃ রাণীর বার্তা লয়ে চলে.
অ`মঙ্গল বহিব-আসিব সময়।
809 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 11:44
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.