বৃহষ্পতিবার, 04 জুন 2015 23:08

স্মরণিকা

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                একী ঘোরে প্রিয়ে মোরে ফেলে গেলে হায়? 
আমি যেনো সিঁধুতটে বালুকণা প্রায়। 
বিরহ লহরী রাশি 
আছাড়িয়া পরে আসি,
আঘাতে আঘাতে করে ক্ষত শতধায়। 
প্রাণ যায় বুঝি তবু ক্ষণ নাহি ধায়। 
বেদনার কোলাহলে বাকহীন চিত্, 
লক্ষ্য হারায়ে নিতি ছুটে বিপরীত। 
কুয়াশার মতো করে
হতাশারা ঘিরে ধরে, 
পাশে চেয়ে ফেলি খুয়ে জ্ঞান হিতাহিত। 
তুমি বিনা "হার" হয় তিলে জমা জিত্। 
হায়, হায়, এই যদি ছিলো তব মন, 
কেনো ধরেছিলে হাত, করেছিলে পণ? 
যদি নাহি রবে শেষে 
কেনো দেখা দিলে এসে?
আঁখিপাতে রচে গেলে স্বপন কানন, 
সেইদিন কেনো মোর হলো না মরণ! 
বিধি বাম, মরিনিকো স্মৃতির জোয়ার- 
বুদ হয়ে দেখি, বাহি সময় পাহাড়। 
জীবিত না মৃত আমি 
ভাবি বসে দিবাযামী। 
বুক দানি পেনু দামে শর উপহার। 
মিলনের প্রেমে বলো কী কী লাগে আর?            
            
1141 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

এই বিভাগে আরো: « বজ্র গুরু কথা »

5 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.