বুধবার, 29 জুলাই 2015 09:13

মেঘ বর্ষার কাব্য /দ্বীপ সরকার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                মে‌ঘ বর্ষার কাব্য

দ্বীপ সরকার

মে‌ঘেরা আবৃত্ত‌ি ক‌রে ক‌রে
বরষার সুর তো‌লে
উ‌ঠোন‌ে, সানবাঁধা ঘা‌টে-
নীলচ‌ে ডানা মে‌লে 
কদম্ব ফুল‌ে ফু‌লে ।

ছা‌মিয়ানা আকাশ পা‌নে
তাকি‌য়ে
কাদাজল মা‌খি‌য়ে
ওড়াউ‌ড়ি কর‌ে চিল,
এবং বিচ‌লিত হাঙরের শিং 
ক‌রে জলপান ভেত‌রে ভেত‌রে ।

বর্ষার শরীরে এ‌তো জল -
গোপ‌নে এ‌সে ভি‌জি‌য়ে দেয়ার ছলে
কুমা‌রী পৃ‌থিবী‌তে খা‌নেক সময়
জল‌কেলি‌তে 
আহা ! কি য‌ে লজ্জা,
চ‌কিত অনুভব‌ে অজস্র বৃষ্ট‌ি
মানব সমা‌জে এ‌সে
উগড়ি‌য়ে দেয় সভ্যতার বর্ষণ।

‌ লেখাঃ২২/৭/১৫ইং            
            
729 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এই বিভাগে আরো: « পরোপকার প্রলাপ (তিন) »

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.