এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2015 13:26

অসাবধানতার ফল।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বাড়ীর বড় যে জন হয়,সে জনকে নিজের সুচিন্তায় চলিতে হয়।স্নেহগণকে অন্যায্যতা খরচাদি বিলিনে।অাপন প্রাপ্য না লয়ে নিজেরী ক্ষয়।

অবশেষে রুপলয়,বাটি দ্বারা বীজতলার পানি সেচিত চাষা,,থালা হাতে ঢুল পিটিয়ে বাবুই পাখিরে শাসন।            
            
1052 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 26 আগষ্ট 2015 19:34
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য