এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 04 নভেম্বর 2020 20:51

রাঙা দেশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                রাঙা দেশ

নদীমাতৃক রাঙা দেশে
     জন্ম আমার তাই, 
সাঁঝ সকালে নিত্য খেলে
     ঝর্ণা স্রোতে ভাই। 

রূপের কিরণ সোনার বরণ
     হিমেল বায়ু আর,
নদীর পাড়ে বসত আমার 
     নিত্য গলার হার। 

চন্দ্র শোভা সূর্য তারায় 
     আলোয় ভরা ক্ষীণ, 
জেলের মুখে মধুর সুরে 
     বাজায় বাদ্য বীণ।

হাসনাহেনা জুঁই চামেলি 
     ফল ফসলের ঘ্রাণ,
সবুজ বনে নিত্য দুলে 
     কৃষক চাষীর প্রাণ।

রাঙা দেশে জন্ম মা'গো
     মেঘ মিতালী বেশ,
ধন্য হলো জীবন আমার
     পেয়ে বাংলাদেশ।
     ===========
স্বরবৃত্ত--৪+৪+৪+১            
            
504 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 06 নভেম্বর 2020 16:30
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য