মোঃ বাবুল হায়রে জীবন টুটবে-স্বপন মন কাঁদে কার সনে, জীবন-পথে সোনার রথে রয়না আপনজনে!! বিষের মরা কঠিন খরা তিব্র মায়া জালে, উজান-ভাটি ভাঙবে ঘাটি কঠিনের ওই হালে!! সোনার চাষে নতুন--শ্বাসে নিত্য ভাসো জলে, কিসের আশে চলবে--লাশে সবাই তাহা বলে!!
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ ছড়া

বাবুল আহমদ
বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷
বাবুল আহমদ এর সর্বশেষ লেখা
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.