এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 নভেম্বর 2020 13:58

স্বজন নামের কুজন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্বজন নামের কুজন 

সু-সময়ে জীবন তরীর
     নিত্য ঘরে যাপন, 
দুখের ঘরে যাত্রা যখন
     যায় চেনা যায় আপন।

ভবের ঘরে রংতামাশায়
     সুখ দুলালের বাসা, 
দুঃখ দেখে যায়'রে উড়ে 
     সাধের ভালোবাসা। 

মায়ায় ভরা অন্তরে যার 
     বিষের খনি ভরা,
বিন্দুখানি নাই মায়া তার
     স্বার্থে প্রেমে মরা।

ভবের ঘরে মরুর চরে
     বন্ধু স্বজন কতো, 
সু-সময়ে যায়'রে চেনা 
     সত্য প্রেমিক যতো।

সুখের ঘরে বাদ্য বাজায়
     বন্ধু কতো সুজন, 
দুখের বেলায় যায়'রে চেনা
     স্বজন নামের কুজন।

স্বরবৃত্ত--৪+৪+৪+২            
            
511 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 নভেম্বর 2020 22:36
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য