এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 16 নভেম্বর 2020 01:44

ইঁদুর নাচে ধুম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ইঁদুর নাচে ধুম

তিড়িং বিড়িং করছে ইঁদুর 
      নৃত্য করে রোজ,
বগল বাজায় বীর হনুমান 
      নিচ্ছে বিড়াল খোঁজ। 

সুরের তালে শিয়াল মামা
      ইঁদুর নাচে ধুম, 
বনের রাজা ধমকে শুনে 
      ভাঙ্গলো তারই ঘুম। 

গাছের ডালে কাঠবিড়ালী
      খাচ্ছে রসের ফল,
বোয়াল মাছে করছে খেলা
      পেয়ে নদীর জল।

হুতোমপেঁচা  ঝুলছে ডালে
      উড়ছে শঙ্খ চিল, 
খেঁকশিয়ালটি দুষ্টুমিতে 
      মারলো মাথায় ঢিল।

গর্জে উঠে বনের রাজা
      মারলো লেজে টান,
লাফালাফি করছে ইঁদুর 
      ধরলো বিড়াল কান।
________________
স্বরবৃত্ত--৪+৪+৪+১            
            
533 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 21:09
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য