এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 08 ডিসেম্বর 2020 15:52

মিষ্টি ছোঁয়ার হাসি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মিষ্টি ছোঁয়ার হাসি 

তোমায় দিলাম ভুবন পুরের
      মিষ্টি ছোঁয়ার হাসি,
আরো দিলাম রৌদ্র' ছায়া
      কদম পাতার বাঁশি।

আরো দিলাম চন্দ্র'তারা
      মেঘলা দিনের বেলা,
আরো দিলাম গগন জুড়ে
      চাঁদনী রাতের খেলা।

আরো দিলাম মন মাতানো 
      নীল আকাশের ছবি,
আরো দিলাম শীতল হাওয়া
      ভোর সকালের রবি।

আরো দিলাম শস্য শ্যামল
      সবুজ ঘাসের মাটি,
প্রবল হাওয়ায় মন জুড়াবে
      সোনা ঝরায় খাঁটি। 

আরো দিলাম তোমার তরে
      সূর্য রবির আভা,
আরো দিলাম সুবাস খানি
      শিউলি শাপলা জবা।

স্বরবৃত্ত---৪+৪+৪+২            
            
491 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 ডিসেম্বর 2020 20:10
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

7 মন্তব্য