এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 ডিসেম্বর 2020 19:19

বিজয়ের হাসি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বিজয়ের হাসি

লক্ষ হাজার রক্ত স্রোতে
       করছে জীবন দান,
পাক বাহিনীর অত্যাচারে
       লুটলো নারীর মান।

দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধে
       গড়লো ইতিহাস, 
বঙ্গবীরের বজ্র সুরে 
       আসলো ফিরে শ্বাস। 

অশ্রু ভেজা স্বাধীনতায়
       গর্জে তুলে শির,
বীর সেনারা ভেঙ্গে ফেলে
       ভিনদেশীদের নীড়।

ঝর্ঝরিত তুফান ঝড়ে 
       রক্তে রাঙা লাল,
মাথায় মুকুট দিয়ে সেনা 
       দেশের ধরে হাল।

সাক্ষী ছিলো চন্দ্র শোভা 
       সৎ সততার মূল,
সত্য ন্যায়ের অশ্রু দিয়ে
       ফোটায় দেশে ফুল।

রক্ত ঘামে বীর সেনারা
       ধরলো সুখের বীণ,
মা'য়ের মুখে ফুটলো হাসি 
       বিজয় মাসের দিন।
----------------------
স্বরবৃত্ত---৪+৪+৪+১            
            
427 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 15:53
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য