এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 24 ডিসেম্বর 2020 16:35

ঘাসফুল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ঘাসফুল 

ভোর প্রভাতে ঘোর কুয়াশা 
       শিশির ভেজা ঘাসে, 
জুঁই চামেলি হাসনা বেলি 
       শিশির জলে হাসে।

স্নিগ্ধ ভোরে রৌদ্র ঢাকা 
       যায় না দেখা রবি,
দৃশ্য দেখে লিখছে বসে
       গ্রাম মিতালীর কবি।

রোজ দুপুরে বিকেল বেলা
       বসে পাখির খেলা,
ঘাস ফুলে ঐ ঘাস ফড়িঙে
       বসায় সাধের মেলা।

ধানের পাতা নিত্য খেলে
       খেঁজুর গাছে ঠিলে,
মন আবেশে মেলছে ডানা
       স্বাধীন শঙ্খচিলে।

নদীর জলে নৌকা চলে 
       উড়ে রঙের ঘুড়ি, 
ঝুমুর ঝুমুর শব্দ শুনায়
       মেঘের ভাঙ্গা চুড়ি।
--------------------
স্বরবৃত্ত--৪+৪+৪+২            
            
420 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 29 ডিসেম্বর 2020 16:08
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য