এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 19 জানুয়ারী 2021 16:49

কর্ম জীবন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কর্ম জীবন 

বিষাদের সেই দিন গুলি আজ
.     মাটি চাপা দিয়ে,
কর্মে ফিরি যে যার মতো
      লাঙল কোদাল নিয়ে। 

ইচ্ছে মতো সাজাই ধরা 
      ফোটাই নতুন আলো,
কর্মে মেতে সোনার জীবন 
      দূর করি সব কালো।

নতুন আলো নতুন ধরায়
      হাসবে সোনার রবি,
মাঠের ক্ষেতে কর্ম ফলে
      পাল্টিয়ে দেই ছবি। 

নবযৌবন নতুন রূপে 
      সোনালী রঙ মেখে,
থাকবে চেয়ে বিশ্ববাসী 
      বাঙালির রঙ দেখে।

সাধের ঘরে মন উল্লাসে 
      কর্ম ফলে থাকি, 
ললাট ঘরের দুঃখ ব্যথা
      নীল সাগরে রাখি।

স্বরবৃত্ত--৪+৪+৪+২            
            
446 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 22 জানুয়ারী 2021 20:30
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য