এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 29 জানুয়ারী 2021 15:30

নতুনের চিঠি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নতুনের চিঠি 

জীবনের মানি তাই 
    হয়ে গেছে ক্ষতো,
        গোপনে সরে গেছি
            ব্যথা নিয়ে যতো।

ধরণীর বুকে মোর 
    দেনা গেছে বেড়ে,
        বাঁধনের ভাব ছিঁড়ে 
            ব্যথা আসে তেড়ে। 

সাধনের রংধনু 
    বিষে ভরা জালে,
        বাঁধনের রঙ মায়া
            ডাকে সুরে তালে।

নির্জনে নিশিতে 
   করে মনো খেলা
        নতুনের চিঠিতে 
            হবে শেষো মেলা।            
            
441 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 21:08
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য