এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 01 ফেব্রুয়ারী 2021 18:45

নতুন পৃথিবী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নতুন পৃথিবী 

দুঃখ ব্যথা বিলীন হলে 
    সুখী হতাম সবে,
সুখের করে এক পৃথিবী 
    জন্ম নিতো তবে।

সুখ সাগরে সাঁতার কেটে 
    দুঃখ যেতো ভুলে,
সবার ঘরে সুখ বালিকা 
    হাতেই নিতো তুলে।

নতুন করে জন্ম নিতো
    নয়া একটি ধরা,
বৃদ্ধি পেতো নতুন আয়ু 
    হত না মন মরা।

রঙিন ঘরে রূপ নতুনে
    সুখের তরী বেয়ে, 
ফুলের মতো ফুটতো কলি
    নতুন সুরে গেয়ে। 

মনের যতো ভাবনা সবি
    পূর্ণ হতো যদি, 
নতুন মুখে হাসতো ধরা
    জনম নিরবধি।

মাত্রাবৃত্ত---৫+৫+৫+২            
            
415 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 ফেব্রুয়ারী 2021 21:16
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা