এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 18 এপ্রিল 2021 08:05

বৈশাখী গান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বৈশাখী গান

আসছে তেড়ে নতুন ঘিরে 
বাদলা দিনের খেলা,
চৈত্র শেষে বৈশাখ এসে
বসায় মেঘের ভেলা।

পাল উড়িয়ে কালবৈশাখী 
স্বপ্ন রঙিন নিয়ে,
ঝড়ের সাথে গল্পে বসায়
বাদ্য যন্ত্র দিয়ে।

হাসছে ধরা নতুন খরায়
নতুনের ওই আশে,
বৃক্ষ সবুজ লতাপাতায় 
প্রাণ বাঁচে তার শ্বাসে।

কালবৈশাখী ঝড়ের তালে
চৈত্র মাসটি চেনা,
ঝুমুর ঝুমুর বৃষ্টি ফোঁটায় 
করবে লেনাদেনা। 

বৃষ্টির আশায় প্রখর তাপে
রইছে নয়ন চেয়ে, 
পাগলা হাওয়া আসছে ধেয়ে 
বৈশাখী গান গেয়ে।

স্বরবৃত্ত---৪+৪+৪+২            
            
453 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:38
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা

1 মন্তব্য