এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 02 জুন 2021 19:31

মেঘ বালিকা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মেঘ বালিকা 

রাগ করেছে মেঘ বালিকা 
      অশ্রু ভেজা ভোর, 
নীলাকাশে যায় শুনা যায়
      মেঘ মাধুরীর সুর।

হীম বাতাসে ভোর প্রভাতে
      বজ্র শুনা যায়,
বর্ষা রাণীর সুখ আনন্দে 
      ব্যাঙেরা গান গায়।
     
বাদলা দিনে নীল গগনে 
      পাখির ঝাঁকে ঝাঁক,
ঘাসফড়িঙে কান্না করে
      শুনলে মেঘের হাক। 

গাছের শাখে বাঁধলো বাসা 
      বাবুই পাখির দল,
মেঘ বালিকা ইচ্ছে করেই 
      দেয় ভরিয়ে জল।

রাখাল মনে সুরের গানে 
      বাজায় বাঁশি যার,
মেঘ বালিকার বৃষ্টি দিয়ে 
      ভাঙে মনো তার।

স্বরবৃত্ত---৪+৪+৪+১।            
            
373 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 13:06
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা