এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 18 নভেম্বর 2021 15:41

ভণ্ড পীর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ভণ্ড পীর

পাথর দেখে আতর মেখে
    সালাম করে যারা,
ভণ্ড পীরের চরণ ধরে
    সেজদা করে তারা।

নয়ন খুলে বয়ান করে
    সমাজ চুষে কারা 
এসব ভণ্ড তাড়াও  তবে
   লোহার শিকল দ্বারা। 

ধীরে ধীরে সমাজ খানি 
    হচ্ছে আধা মরা 
ভণ্ড লোকের ভণ্ডতে আজ
    হচ্ছে ঝরা ঝরা।

যুদ্ধ করে রুখতে হবে 
   রূদ্ধ করে নয়
এসব ভণ্ড তাড়াও তবে
   আসবে দেশে জয়।            
            
348 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:37
শেয়ার করুন
বাবুল আহমদ

বাবুল আহমদ জন্ম ৬ জুন ১৯৯৩ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় তুরুক ভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতাঃ মিনাই উল্লাহ্ মাতাঃ আয়রুন বেগম৷ কবি শৈশব কাল থেকেই কবিতাও বই পড়া খুব পছন্দ করতেন, তার'ই পাশাপাশি ছড়া কবিতা লেখালেখিতে পারদর্শিতার সুনাম চারিদিকে ছড়িয়ে পরে৷ কবির প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা৷

বাবুল আহমদ এর সর্বশেষ লেখা