এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 11 এপ্রিল 2015 19:56

দুষ্টু খোকা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
দুষ্টুপুরির দুষ্টু বুড়ি
অাসল খোকার ঘাড়ে,
ভালমিয়া হঠাৎ জানি
গেল কোথায় উড়ে।
খোকা এখন দুষ্টু  রাজা
দুষ্টমি সকল কাজে,
মানুষকে নাকি দেখায় ভালো
বানরের মত লেজে।
আপন মনে খোকা এবার
ভাবছে কেবল বসে,
কিভাবে সে লেজ লাগাবে
তাহার সাথির পিছে।
হঠাৎ খোকা পেয়ে গেল
লেজ লাগনোর ছল,
দড়ি একটা নিয়ে খোকা
বলল এবার চল।
অাস্তে অাস্তে খোকা গিয়ে
বসল সাথির কাছে,
দড়িটা এবার অাস্তে করে
বাঁধল সাথির পিছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
824 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য