এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 ফেব্রুয়ারী 2015 19:15

আলসে ছেলে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ছাত্র আছে এক
আহা কি মজাদার,
থাকে সে পাড়া গাঁয়ে
নাম তার শান্ত ফৌজদার।

দেরি করে ওঠে রোজ
নাহি কোনো চামচা,
বাথরুমে যায় নাকি
পরে সে গামছা।

আলসের বাবা সে
কুড়েমির সাথি,
কচ্ছপের মন তার
কাজে নেই গতি।

পড়া লেখায় মন তার
একে বারে বাশি,
সকলে পড়ে যখন
থাকে  শুধু বসি।
1072 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:07
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

6 মন্তব্য