এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 21 জুলাই 2015 13:31

জীবনগান - ৩৪ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আরো বেশি অর্থ-কড়ি
জীবন বিলাস চান ধনিক,
বিত্তবিহীন জীবন আমার
কাটাচ্ছি বেশ নান্দনিক।

গাড়ী-বাড়ি অফিস তাদের
নিয়ন্ত্রিত শীতাতপ,
মূক্ত বায়ূ সেবন আমার
খাই উস্তা তিতা আতব।

বার ক্লাবের রঙিণ আলোয়
জীবন তাদের রোমান্টিক,
মাড়াই মাটি নিত্য হাঁটি
দিচ্চি সুখের প্রমাণ ঠিক।

আরাম আয়েশ মনের খায়েশ
মিটায় তারা খুব করে,
আমার জীবন আনন্দ বন
সুখ সয়েযাই চুপ কের।

সুখের নাকি আকাল এখন
ফুল বিছানো গালিচায়,
তারাই তো আজ আমার কাছে
সুখ বাগানের মালি চায়  !

রচনা - ২১/৭/১৫
ঢাকা            
            
1044 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 18:33
শেয়ার করুন
নূরুজ্জামান ফিরোজ

নূরুজ্জামান ফিরোজ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য