এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 31 জুলাই 2015 23:33

ঝালছড়া - ১৪৮ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ---'': ঝালছড়া - ১৪৮ :'----
- নূরুজ্জামান ফিরোজ 

স্বপ্ন দেখার চোখ দু'টো আর
নেইযে এখন আগের মতো,
বারুদ ছিলো চোখের তারায়
আগুন ছিলো বাঘের মতো।

সাহসগুলো নেতিয়ে গেছে
নেই আগ্রহ বিদ্রোহে,
আশার আলোয় ঘুন ধরেছে
মনের আকাশ ছিঁদ্র হে।

সাধের গুড়ে পরছে বালি
ইচ্ছে ডানা মেলছে না,
প্রতিবাদের ভাষার সাথে
হচ্ছে সবার তেল চেনা।

কেমন যেন ঝিমিয়ে গেছে
গর্জে ওঠা বিপ্লবী,
অফার পেলেই হয় কুপোকাত
নিচ্ছে মেনে ডীপ লবি।

শিকল ভাঙার গান শোনাবার
মানুষতো আর পাচ্ছি না,
গুলির মুখে দাঁড়িয়ে যাবে
টান করে যে আজ সিনা।

দুঃসাহসী আজ ফেলে দিক
জড়তা, ভুল-ভ্রান্তি খালে,
পাহাড় হয়ে সামনে দাঁড়াক
দেশ ও জাতির ক্রান্তিকালে।

রচনা - ৩১/৭/১৫
ঢাকা            
            
891 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 02 সেপ্টেম্বর 2020 18:36
শেয়ার করুন
নূরুজ্জামান ফিরোজ

নূরুজ্জামান ফিরোজ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য