এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 17 ফেব্রুয়ারী 2015 21:34

নদীর পাড়ের মেয়ে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তুলষি জেলের কন্যা সে 
নদীর পাড়ের মেয়ে,
মাছের নেশায় ছোটে শুঁধু
কাদার গন্ধ গায়ে।
রূপে তার নেইতো বাহার
নেইকো ঝলক কেশে,
ঝলসে গেছে তপ্ত রোদে
থাকে ছিন্ন বেশে।
মিতালি তার নদীর জলে
সকাল-বিকাল ছোটে,
তাকে দেখেই নদীর পাড়ের
কেওড়া ফুল ফোটে।
তার রূপের মধু কিনতে
আাসে না কেহ ভুলে,
যৌবন বুঝি ক্ষয়ে গেলো
ডুবে নদীর জলে।
নিতম্ব তাহার এপাড়-ওপাড়
বক্ষে জোয়ার ভাসে,
তবুও যেনো নাইযে খেয়াল
নিলো নদী চুষে।
926 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 17 ফেব্রুয়ারী 2015 23:18
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

5 মন্তব্য