এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 26 আগষ্ট 2015 11:13

সখির বিহনে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সখি আছে বহু দূরে 
মন গেছে তাই মরে
কবিতার দেখা তাই নাই,
হয় না'কো কোনো কথা
 হৃদে মোর বড় ব্যথা
 সখিরে কোথায় বল পাই?
হারিয়েছি সখি মুখ
মনে তাই বড় দুখ
সখির বিহনে মন শুঁধু কাঁদে,
 ডাগর ডাগর আঁখি
দিয়ে গেছে ফাঁকি
সখি  মোরে নাহি আর সাধে।
বঞ্চিত সুখে আছে মন
সঞ্চিত দুখে কাটে  ক্ষণ
নন্দিত কাব্য নাহি আজ আসে,
সখার দেখা মিলেছে তাঁর
ফিরে তাই আসবে না আর
আমার কাব্য বাতাসে ভাসে।            
            
917 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য